বর্তমানে চান্দ্রা ইউনিয়ন পরিষদে ০১টি মাত্র ব্যাংক আছে। তাহল অগ্রণী ব্যাংক চান্দ্রা বাজার শাখা। এছাড়া ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিংয়ের কয়েকটি এজেন্ট আছে। চান্দ্রা ইউনিয়ন পরিষদের তথ্য ও সেবা কেন্দ্রেও ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট আছে।
ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড (ডিবিবিএল) বাংলাদেশ ও নেদারল্যান্ডের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যাংক। যার প্রতিষ্ঠাতা এম, সাহাবুদ্দিন আহমদ -প্রতিষ্ঠাতা চেয়ারম্যান (বাংলাদেশ); Financierings-Maatschappij voor Ontwikkelingslanden (FMO) (নেদারল্যান্ড) ব্যাংকিং সেবা দেয়ার উদ্দেশ্য নিয়ে ডিবিবিএল ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ দ্বারা প্রতিষ্ঠিত এবং কোম্পানি আইন ১৯৯৪ দ্বারা পাবলিক লিমিটেড কম্পান্য হিসাবে নিবন্ধিত হয়। ডিবিবিএল আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ৩ জুন, ১৯৯৬ সালে। ব্যাংকটি ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ -এ নিবন্ধিত।
ডাচ বাংলা ব্যাংকের বর্তমানে এটিএম সংখ্যা ২৭০৫ এবং ফাস্ট ট্র্যাক ৩৬৫ টি [১]
ডাচ বাংলা ব্যাংকে ইন্টারনেট ব্যাংকিং করা যায়। ব্যাংকের ইন্টারনেট পেমেন্ট গেটওয়ে ব্যবহারের মাধ্যমে গ্রাহকরা ভিসা, মাস্টারকার্ড ও নেক্সাস কার্ডের মাধ্যমে বিল দিতে পারেন।[২]
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS