চাঁদপুর জেলার চাঁদপুর সদর উপজেলার একটি ঐতিহ্যবাহী ত্ত র্বহত্তম জনপদ হলো ১২নং চান্দ্রা ইউনিয়ন পরিষদ।কালের পরিক্রমায় আজ অত্র ইউনিয়ন বিভিন্ন ধরনের হাতের নাগালে সুযোগ সুবিধা পাওয়ায় ধীরে ধীরে উন্নতি হচ্ছে।
ক) নাম- ১২নং চান্দ্রা ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন-২,৮৪৩ (একর)।
গ) লোকসংখ্যা – ২৪,৩৪৫ জন।
ঘ) গ্রামের সংখ্যা- ২টি।
ঙ) মৌজার সংখ্যা-২টি।
চ) হাটবাজার সংখ্যা - ২টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সড়ক পথ, রেল পথ, নৌ পথ ।
জ) শিক্ষার হার- ৯৬.৭৭%
ঝ) সরকারী বেসরকরী প্রাথমিক বিদ্যালয়-০৭টি।
ঞ) কমিউনিটি প্রাঃ বিদ্যালয় -২ টি।
ট) উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ঃ ৩টি।
ঠ) মাদ্রাসা-০৩ টি।
ড) কলেজ –নাই।
ঢ) কামিল মাদ্রাসা-০১টি।
ণ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মোহাম্মদ মনিরুজ্জামান (মানিক)
ত) গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান –শাহতলী কামিল মাদ্রাসা।
থ) ঐতিহাসিক / পর্যটন স্থান –নাই।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS